নতুন ভোটার নিবন্ধন করার পর ভোটার আইডি কার্ডের জন্য ছবি তুলতে হয় এবং বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হয়। এরপর, আইডি কার্ড তৈরি হলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়।

অনেকেই এসএমএস পায়, আবার অনেকেই এসএমএস পায়না। এজন্য, অধিকাংশ নতুন ভোটারের মাঝে একটা সাধারণ প্রশ্ন থাকে। “ছবি তোলার কতদিন পর এনআইডি কার্ড পাওয়া যায়?” । এই প্রশ্নের উত্তর জানতে পারবেন এই পোস্টে।

ছবি তোলার কতদিন পর এনআইডি কার্ড পাওয়া যায়

ছবি তোলার ১ থেকে ৩ মাস সময়ের মাঝে এনআইডি কার্ড পাওয়া যায়। নতুন ভোটার নিবন্ধন করার জন্য ফরম পূরণ করে ছবি তোলা এবং বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হয়। ছবি তোলার এক মাস থেকে তিন মাস সময়ের মাঝে এনআইডি কার্ড অনলাইনে চলে আসে।

যারা নতুন ভোটার নিবন্ধন করে ছবি তুলেছে ও বায়োমেট্রিক তথ্য প্রদান করেছে, তাদের অনেককেই এসএমএস করে এনআইডি কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হয়। কিন্তু, অনেকেই এসএমএস পায়না। এক্ষেত্রে, তাদেরকে অপেক্ষা করতে হবে এসএমএস পাওয়া পর্যন্ত।

যদি এসএমএস না পায়, তাহলে ভোটার নিবন্ধন ফরম পূরণ করার পর যে ভোটার স্লিপটি প্রদান করা হয়েছিলো, সেটিতে থাকা ফরম নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

ভোটার আইডি কার্ড পেতে কতদিন লাগে

নতুন ভোটার নিবন্ধন করার পর ভোটার আইডি কার্ড পেতে এক মাস থেকে তিন মাস সময় লাগে। তবে, আপনি যদি নিজে অনলাইনে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেন এবং নির্বাচন কমিশন অফিসে গিয়ে ছবি ও বায়োমেট্রিক তথ্য দিয়ে আসেন, তাহলে এক মাসের মাঝেই আইডি কার্ড তৈরি হতে পারে।

নিবন্ধনের সময় ব্যবহৃত নাম্বারে এসএমএস এর মাধ্যমে আইডি কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হয়। এসএমএস পেলে, এনআইডি কার্ডের নাম্বার ও জন্ম তারিখ দিয়ে NID Card Download করে নিতে পারবেন। এসএমএস না পেলে, ভোটার আইডি কার্ড চেক করার মাধ্যমে আপনার আইডি কার্ড অনলাইনে এসেছে কিনা যাচাই করতে পারবেন।

স্মার্ট কার্ড পেতে কতদিন লাগে

২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত যারা ভোটার নিবন্ধন করেছেন, তাদের প্রায় সকলের মাঝে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়েছে। ২০১৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত যারা ভোটার হয়েছেন, তাদেরকে পরবর্তীতে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হলে স্মার্ট কার্ড প্রদান করা হবে।

যারা নতুন ভোটার নিবন্ধন করেছেন, তারা ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তবে, স্মার্ট কার্ড চেক করার মাধ্যমে আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা যাচাই করে দেখতে পারবেন।

সম্পর্কিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *