সফলভাবে ভোটার নিবন্ধন করার পর এনআইডি অ্যাকাউন্ট নিবন্ধন করতে গেলে অনেকেই ফরম নাম্বার ভুল দেখানো সমস্যায় পরেন। কিভাবে এই সমস্যা সমাধান করতে হয় জানতে পারবেন এখানে।
নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করার সময় একটি ফরম পূরণ করতে হয়। ফরম পূরণ করার পর ফরমের একটি ছোট্ট অংশ দেয়া হয়। এটিকে ভোটার স্লিপ বলা হয়। ভোটার স্লিপে ফরম নাম্বার থাকে। যা দিয়ে এনআইডি একাউন্ট নিবন্ধন করা যায়।
কিন্তু, নিবন্ধন করতে গিয়ে অনেকেই “জাতীয় পরিচয়পত্র নম্বর/ফর্ম নম্বর/জন্মতারিখ ভুল দিয়েছেন” সমস্যায় পড়েন। সমস্যাটির সমাধান জানতে শেষ অব্দি পড়ুন।

NID ফর্ম নম্বর ভুল দেখালে করনীয়
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড করার সময় ফরম নাম্বারের শুরুতে NIDFN লিখতে হয়। NIDFN লিখে স্পেস না দিয়ে ফরম নাম্বার লিখতে হয়। এরপর, দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখতে হয়। তাহলে এই সমস্যাটি আসবেনা।
যেমন – NIDFN1234567890 এভাবে লিখতে হবে। জন্ম তারিখ লেখার সময় প্রথম ঘরে দিন/তারিখ, দ্বিতীয় ঘরে মাস এবং তৃতীয় ঘরে বছর লিখতে হবে।

এই পদ্ধতিতে এনআইডি একাউন্ট রেজিস্টার করার সময় যদি আবারও একই সমস্যা দেখা দেয়, তাহলে আপনার দেয়া তথ্য সঠিক আছে কিনা যাচাই করুন। তারপরেও একই সমস্যা থাকলে নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে হবে।
নির্বাচন কমিশন অফিসে অভিযোগ করলে তারা এই বিষয়টি সমাধান করে দিবেন। তারপর আপনি আবারও অ্যাকাউন্ট নিবন্ধন করতে পারবেন।
তবে, যারা নিবন্ধনের সময় ব্যবহৃত মোবাইল নাম্বারে ১০৫ থেকে এসএমএস এর মাধ্যমে এনআইডি কার্ডের নম্বর পেয়েছেন, তারা ফরম নাম্বারের পরিবর্তে এনআইডি কার্ডের নাম্বার লিখুন। এক্ষেত্রে, NIDFN লিখতে হবেনা। শুধু আইডি কার্ডের নম্বর লিখলেই হবে।
তবে, জন্ম তারিখ একই ফরম্যাটে লিখতে হবে। ক্যাপচা পূরণ করে সাবমিট করার মাধ্যমে সমস্যাটি সমাধান হয়েছে কিনা জানতে পারবেন।