এনআইডি সার্ভার কপি বিভিন্ন কাজে প্রয়োজন হয়। পাসপোর্ট আবেদনের সময়, ভোটার তথ্য যাচাই করার সময় সহ অনেক কাজে সার্ভার কপি প্রয়োজন হয়।

NID Server Copy তে একজন ভোটারের নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা সহ বেশ কিছু তথ্য উল্লেখ থাকে। যেকোনো ব্যক্তির তথ্য যাচাই করতে বা ভোটার তথ্য যাচাই করতে এনআইডি সার্ভার কপি প্রয়োজন হয়।

ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে ১১৫ টাকা ফি প্রদান করার মাধ্যমে NID Server Copy সংগ্রহ করতে পারবেন। এছাড়া, অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকেও সার্ভার কপি সংগ্রহ করা যায়। বিস্তারিত থাকছে এই পোস্টে।

এনআইডি সার্ভার কপি ডাউনলোড

ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে এনআইডি সার্ভার কপি সংগ্রহ করা যায়। এজন্য, ১১৫ টাকা চালান ফি জমা দিতে হয়। তবে, অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকেও এনআইডি সার্ভার কপি সংগ্রহ করা যায়। এক্ষেত্রে, সেসব ওয়েবসাইটে ভিন্ন পরিমাণ ফি নেয়া হয়।

অনলাইনে এনআইডি সার্ভার কপি ডাউনলোড করতে https://e-amarseba.com/ লিংকে ভিজিট করুন। উপরে মেনু থেকে Login অপশনে ক্লিক করুন। register লেখার উপরে ক্লিক করে আপনার তথ্য দিয়ে একাউন্ট রেজিস্টার করুন।

NID Server Copy

রেজিস্ট্রেশন করার সময়ও আপনার পুরো নাম, ইউজারনেম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ঠিকানা নির্বাচন করতে হবে। এরপর, শর্তাবলি মেনে নিলাম টিক দিয়ে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করলে মোবাইল নাম্বারে আসা ওটিপি দিয়ে ভেরিফাই করে নিতে হবে।

রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নিচে বাম দিকে প্রোফাইল সেকশনে ক্লিক করবেন। এরপর, প্রোফাইল আপডেট (NID) বাটনে ক্লিক করুন। অতঃপর, এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।

এনআইডি সার্ভার কপি

সাবমিট বাটনে ক্লিক করার পর অনলাইনে ১৯ টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আপনার এনআইডি সার্ভার কপি দেখতে পারবেন।

এনআইডি সার্ভার কপি ডাউনলোড

একটু নিচের দিকে স্ক্রোল করে প্রোফাইল প্রিন্ট (NID) লেখার উপরে ক্লিক করলে আপনার NID Server Copy তৈরি হয়ে যাবে। এখানে এটি ডাউনলোড করতে পারেন বা প্রিন্ট করে নিতে পারেন। এই পদ্ধতি অনুসরণ করে আপনার বা যেকোনো ব্যক্তির এনআইডি কার্ডের সার্ভার কপি সংগ্রহ করতে পারবেন।

এনআইডি কার্ডের সার্ভার কপি ডাউনলোড করুন

সার্ভার কপিতে নাম, জন্ম তারিখ, পিতা-মাতার নাম, স্বামী/স্ত্রীর নাম, লিঙ্গ, পেশা, বর্তমান ও স্থায়ী ঠিকানার পাশাপাশি এনআইডি কার্ডের নাম্বারও দেখতে পারবেন।

সম্পর্কিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *