ভোটার নিবন্ধন করার পর পাওয়া ভোটার স্লিপ হারিয়ে ফেলেছেন? এখন ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন কিভাবে বুঝতে পারছেন না? সমাধান আছে এই পোস্টে।
নতুন ভোটার নিবন্ধন করার সময় নিবন্ধন ফরম ২ পূরণ করতে হয়। উক্ত ফরমটি জমা দেয়ার পর ফরমের নিচের ছোট্ট একটি অংশ দেয়া হয়। উক্ত অংশটিকে ভোটার স্লিপ বলা হয়। ভোটার স্লিপে একটি ফর্ম নাম্বার থাকে যা দিয়ে পরবর্তীতে এনআইডি একাউন্ট রেজিস্টার করা যায়।
কিন্তু, আপনি যদি ভোটার স্লিপ হারিয়ে ফেলেন বা নষ্ট করে ফেলেন, তাহলে কিভাবে ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন তা জানতে পারবেন এই পোস্টে।
ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয় কী
নতুন ভোটার নিবন্ধন করার পর এসএমএস এর মাধ্যমে এনআইডি নাম্বার জানিয়ে দেয়া হয়। এসএমএস পেলে উক্ত নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে অ্যাকাউন্ট নিবন্ধন করে আইডি কার্ড ডাউনলোড করা যায়। কিন্তু, এসএমএস না পেলে ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড করা যায়। সেক্ষেত্রে, ভোটার স্লিপে থাকা ফরম নাম্বার ব্যবহার করা যায়।
কিন্তু, আপনি যদি ফরম নাম্বারটি হারিয়ে ফেলেন বা ভোটার স্লিপ হারিয়ে ফেলেন কিংবা ভোটার স্লিপটি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কয়েকটি পদ্ধতি অনুসরণ করে NID Card Download করতে পারি। নিম্নে এসব পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এসএমএস এর জন্য অপেক্ষা করা
ভোটার স্লিপ হারিয়ে গেলে ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। কারণ, ভোটার আইডি কার্ড তৈরি হলে নিবন্ধনের সময় দেয়া মোবাইল নাম্বারে এসএমএস করে এনআইডি নাম্বার জানিয়ে দেয়া হয়। উক্ত এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে অনলাইনে ভোটার অ্যাকাউন্ট নিবন্ধন করা যায়।
ভোটার নিবন্ধন করার কিছুদিনের মাঝে যদি আপনার ভোটার স্লিপটি হারিয়ে যায়, তাহলে দুশ্চিন্তা না করে অপেক্ষা করুন। আপনার ভোটার আইডি কার্ড তৈরি হয়ে গেলে এসএমএস এর মাধ্যমে এনআইডি নাম্বার জানিয়ে দেয়া হবে।
যদি এসএমএস এর মাধ্যমে এনআইডি নাম্বার না পেয়ে থাকেন, তাহলে ম্যাসেজ চেক করে দেখুন 105 নাম্বার থেকে কোনো এসএমএস এসেছে কিনা। আপনার অজান্তে এসএমএস এসে থাকতে পারে।
যদি এসএমএস না আসে, তাহলে ভোটার স্লিপের নাম্বার ছাড়া আইডি কার্ড ডাউনলোড করা যাবেনা। সেক্ষেত্রে আমাদেরকে ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে।
নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করা
ভোটার স্লিপ হারিয়ে যাওয়ার পর এসএমএস এর মাধ্যমে যদি এনআইডি নাম্বার না পান, সেক্ষেত্রে উপজেলা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে আপনার নাম, পিতা-মাতার নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা আপনার ভোটার স্লিপ নাম্বার দিয়ে দিবে।
যদি আপনার এনআইডি কার্ড তৈরি হয়ে থাকে, তাহলে নির্বাচন কমিশন অফিস থেকে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার সংগ্রহ করতে পারবেন। কিংবা, চাইলে নির্বাচন কমিশন অফিস থেকেই আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন।
তাই, যদি আপনার ভোটার স্লিপ হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে উপরে উল্লিখিত পদ্ধতি দুইটি অনুসরণ করুন। যেকোনো একটি পদ্ধতি অবশ্যই কাজ করবে এবং আপনার জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করতে পারবেন।
তবে, আপনি যদি ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে, স্মার্ট কার্ড বা ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে করণীয় কি পোস্টটি অনুসরণ করতে পারেন।