আপনার ভোটার আইডি কার্ডটি হারিয়ে ফেলেছেন বা নষ্ট হয়ে গেছে? পুরাতন ভোটার আইডি কার্ডটি আবারও ডাউনলোড করতে চাচ্ছেন? বিস্তারিত পদ্ধতি জানতে পারবেন এই পোস্টে।

যেকোনো ব্যক্তি যদি তার পুরাতন বা নতুন ভোটার আইডি কার্ড হারিয়ে ফেলে বা নষ্ট করে ফেলে, তাহলে ভোটার আইডি কার্ড রি ইস্যু আবেদন করার মাধ্যমে আবারও তা ডাউনলোড করতে পারবে। ভোটার আইডি কার্ড রি ইস্যু আবেদন করার পদ্ধতি নিয়ে ইতোমধ্যে আমাদের ওয়েবসাইটে বিস্তারিত একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে।

এই পোস্টে আমরা জানবো, কিভাবে রি ইস্যু আবেদন করার মাধ্যমে পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে হয়।

পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড

আইডি কার্ড হারিয়ে বা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য, যারা আগের আইডি কার্ড আবারও পেতে চাচ্ছেন, তারা প্রথমেই থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি বা জিডি করুন। এরপর, জিডির কপিটি নিয়ে অনলাইনে ভোটার আইডি কার্ড রি ইস্যু আবেদন করুন। রি ইস্যু ফি ২৩০ টাকা প্রদান করুন। আবেদন সাবমিট করলে অনুমোদন হওয়া মাত্র আপনার আগের আইডি কার্ড আবারও ডাউনলোড করতে পারবেন।

এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো ব্যক্তি তার পুরাতন ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তবে, এজন্য, জিডি করতে হবে এবং এনআইডি অ্যাকাউন্ট নিবন্ধন করে রি ইস্যু আবেদন করার সময় জিডির কপি প্রদান করতে হবে। পাশাপাশি, ২৩০ টাকা ফি প্রদান করতে হবে।

আরও বিস্তারিত পদ্ধতি ধাপে ধাপে নিম্নে ছবিসহ বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন, জেনে নেয়া যাক।

ধাপ ১ – থানায় একটি জিডি করুন

পুরাতন জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে চাইলে শুরুতেই জিডি করতে হবে। জিডি করার পর জিডির একটি কপি সংগ্রহ করতে হবে। এছাড়া, যে পুলিশ অফিসারের নিকট জিডি করেছেন তার নাম, পদবি, থানার নাম, জিডি নম্বর এবং জিডির তারিখ সংগ্রহ করতে হবে।

রি ইস্যু আবেদন করার সময় এই তথ্যগুলো প্রয়োজন হবে। এছাড়া, আবেদন সাবমিট করার সময় জিডির কপিটি আপলোড করতে হবে। এজন্য, যেকোনো কম্পিউটারের দোকান থেকে জিডির কপিটি স্ক্যান করে নিন অথবা মোবাইলে ভালো করে ছবি তুলে নিন।

ধাপ ২ – অ্যাকাউন্ট নিবন্ধন করুন

services.nidw.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন। এনআইডি নাম্বার বা ফরম নাম্বার এবং জন্ম তারিখ লিখে ক্যাপচা পূরণ করে সাবমিট করুন। ঠিকানা নির্বাচন করুন, নাম্বার ভেরিফাই করুন এবং ফেস ভেরিফাই করে একাউন্ট নিবন্ধন করুন।

আমাদের ওয়েবসাইটে প্রকাশিত এনআইডি একাউন্ট রেজিস্টার করার পদ্ধতি পোস্টটি পড়লে সহজেই একটি একাউন্ট নিবন্ধন করতে পারবেন।

আমি সাজেস্ট করবো আপনি এই ধাপে — এনআইডি একাউন্ট রেজিস্টার করার নিয়ম পোস্টটি অনুসরণ করে একাউন্ট নিবন্ধন করুন। এরপর, আবারও এই পোস্টে ফিরে এসে পরবর্তী ধাপ অনুসরণ করুন।

ধাপ ৩ – রি ইস্যু আবেদন করুন

আশা করছি আপনি NID Account Register করেছেন। এখন, এনআইডি প্রোফাইল থেকে নিচে সংযুক্ত ছবিতে দেখানো অনুযায়ী রিইস্যু অপশনে ক্লিক করুন।

ভোটার আইডি কার্ড রিইস্যু

অতঃপর, একটি ফরম পাবেন যেখানে বেশ কিছু তথ্য পূরণ করতে হবে। এখানে, পুনমুদ্রনের কারণ এবং জিডি সংক্রান্ত তথ্যগুলো পূরণ করে পরবর্তী বাটনে ক্লিক করুন।

NID Card Re issue

পরের ধাপে এসে আপনি রিইস্যু ফি জমা দিয়েছেন কিনা দেখতে পারবেন। রিইস্যু ফি জমা দিতে বিকাশ অ্যাপ ওপেন করুন। এরপর, নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন —

  • বিকাশ অ্যাপ ওপেন করে পে বিল সিলেক্ট করুন
  • সরকারি সেবা সিলেক্ট করে NID Service সিলেক্ট করুন
  • আবেদনের ধরণ থেকে রিইস্যু নির্বাচন করুন এবং এনআইডি নাম্বার লিখুন
  • পরবর্তী ধাপে গিয়ে পিন নাম্বার এন্টার করে পেমেন্ট সম্পন্ন করুন

পেমেন্ট সম্পন্ন হলে উক্ত পেজটি রিফ্রেশ করুন। রিফ্রেশ করা মাত্র দেখতে পারবেন আপনার ডিপোজিট ২৩০ টাকা দেখাবে। তারপর আবারও পরবর্তী বাটনে ক্লিক করুন।

জিডির কপিটি প্রিন্ট করা থাকলে বা ছবি তোলা থাকলে তা আপলোড করুন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন। অতঃপর, তথ্যগুলো যাচাই করে আবেদনটি সাবমিট করুন।

এই পদ্ধতি অনুসরণ করে আবেদন করার পর আপনার আবেদনটি অনুমোদন হলে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে। এসএমএস পাওয়া মাত্র এনআইডি একাউন্টে প্রবেশ করে আপনার Old NID Card Download করতে পারবেন।

সম্পর্কিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *