দ্বৈত ভোটার হলে জেল এবং জরিমানা হতে পারে। তাই, একের অধিক ভোটার আইডি কার্ড থাকলে তা বাতিল করতে হবে। বিস্তারিত থাকছে এই পোস্টে।

ইচ্ছাকৃতভাবে কিংবা অনিচ্ছায় অনেকেই একের অধিক ভোটার হয়ে যায়। এই অবস্থাকে দ্বৈত ভোটার বলা হয়। দ্বৈত ভোটার হওয়ার কারণে অনেকের আসল ভোটার আইডি কার্ড বাতিল হয়ে যায়। কিংবা, প্রশাসন বুঝতে পারলে জেল বা জরিমানা কিংবা উভয় শাস্তি হতে পারে।

যাদের একের অধিক ভোটার আইডি কার্ড আছে, তারা এই পোস্টে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে নকল ভোটার আইডি কার্ড বাতিল করতে পারবেন।

দ্বৈত ভোটার হলে করণীয়

একের অধিক ভোটার আইডি কার্ড থাকলে সেই অবস্থাকে দ্বৈত ভোটার বলা হয়। দ্বৈত ভোটার হলে একজন ব্যক্তির একাধিক নাগরিক পরিচয় তৈরি হয়। দ্বৈত ভোটার হলে ৬ মাসের জেল কিংবা ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। অথবা, উভয় শাস্তি হতে পারে।

এছাড়া, একের অধিক ভোটার আইডি কার্ড থাকলে এনআইডি সিস্টেম থেকে আসল এনআইডি কার্ডটি ডিলেট হয়ে যেতে পারে। এতে করে, নকল ভোটার তথ্য তৈরি হবে। যা ধরা পড়লে জেল এবং জরিমানা হবে।

তাই, যারা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছায় দ্বৈত ভোটার হয়েছেন, তারা নকল ভোটার আইডি কার্ড বাতিল করুন। ভোটার আইডি কার্ড চেক করার মাধ্যমে আপনার একের অধিক ভোটার আইডি কার্ড আছে কিনা জানতে পারবেন। বাতিল করার পদ্ধতি নিম্নে বর্ণিত।

ভোটার আইডি কার্ড বাতিল করার নিয়ম

দ্বৈত ভোটার আইডি কার্ড বাতিল করার জন্য নিম্নোক্ত পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন পত্র লেখার নিয়ম নিচে উল্লেখ করে দেয়া হয়েছে। আবেদনপত্র লেখার নমুনা অনুসরণ করে আপনার তথ্য দিয়ে একটি আবেদন পত্র লিখুন। এরপর, নিম্নোক্ত তালিকায় উল্লিখিত ডকুমেন্টগুলো আবেদন পত্রের সাথে সংযুক্ত করুন। এরপর, নির্বাচন কমিশন অফিসে দরখাস্তটি প্রেরণ করুন।

ভোটার আইডি কার্ড বাতিলের জন্য যা যা লাগবে —

  1. ভোটার আইডি কার্ড বাতিল করার আবেদনপত্র
  2. ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এর ফটোকপি
  3. নকল ভোটার আইডি কার্ডের ফটোকপি
  4. জন্ম নিবন্ধন সনদের ফটোকপি
  5. আসল ভোটার আইডি কার্ডের ফটোকপি

ভোটার আইডি কার্ড বাতিল আবেদন করার জন্য দরখাস্ত লেখার নমুনা —

তারিখ: ১০/০৩/২০২৫
বরাবর,
উপজেলা নির্বাচন কমিশন অফিসার
পঞ্চগড়

বিষয়: দ্বৈত ভোটার আইডি কার্ড বাতিল

মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি মাসনুন ফারাবি, পিতা: রোহান আহমেদ, গ্রাম/মহল্লা: গুপ্তপাড়া, ডাকঘর: গুপ্তপাড়া-৭৪০০, জেলা: পঞ্চগড় সদর। আমার আসল ভোটার আইডি কার্ডের নাম্বার – 1234567890 । অনিচ্ছাবশত আমার একের অধিক ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে। আমার নকল ভোটার আইডি কার্ডের নাম্বার – 9087654321 । তাই, আমার দ্বৈত ভোটার আইডি কার্ড বাতিল করতে চাচ্ছি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার আসল ভোটার আইডি কার্ডটি বহাল রেখে নকল ভোটার আইডি কার্ড বাতিল করে বাধিত করবেন।

বিনীত নিবেদক –
নাম: মাসনুন ফারাবি
জাতীয় পরিচয় পত্র নম্বর – 1234567890
মোবাইল: 01925361478

উপরোক্ত পদ্ধতিতে একটি আবেদন পত্র লিখে নির্বাচন কমিশন অফিস বরাবর প্রেরণ করতে হবে। এরপর, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট অফিসার আপনার আবেদন পত্রটি যাচাই-বাছাই করে আসল ভোটার আইডি কার্ডটি রেখে নকল ভোটার আইডি কার্ড বাতিল করে দিবেন।

এই পদ্ধতি অনুসরণ করলে দ্বৈত ভোটার আইডি কার্ড হওয়া থেকে বেঁচে যাবেন। যেকোনো ধরনের জরিমানা বা জেল হওয়া থেকে বাঁচতে পারবেন।

সম্পর্কিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *