নতুন ভোটার নিবন্ধন করেছেন কিন্তু আপনার আইডি কার্ড তৈরি হয়েছে কিনা জানেন না? এনআইডি কার্ড চেক করার মাধ্যমে আপনার আইডি কার্ড তৈরি হয়েছে কিনা জেনে নিতে পারবেন।
ভোটার নিবন্ধন করার পর ছবি তোলা এবং বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হয়। অতঃপর, এক থেকে তিন মাসের মাঝে এসএমএস করে এনআইডি কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হয়। এনআইডি কার্ডের নাম্বার পেলে, উক্ত নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
কিন্তু, যারা এসএমএস পাননি, তারা ভিন্ন পদ্ধতি অবলম্বন করে আপনার এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা চেক করে দেখতে পারবেন। বিস্তারিত জানতে পোস্টটি শেষ অব্দি পড়ুন।
নতুন ভোটার আইডি কার্ড চেক
ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে কিনা চেক করতে NID Portal ভিজিট করুন। NIDFN লিখে ফাঁকা না রেখেই ফরম নাম্বার লিখুন, জন্ম তারিখ লিখুন এবং ক্যাপচা পূরণ করুন। এরপর, সাবমিট বাটনে ক্লিক করে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন।

- ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/claim-account লিংকে
- প্রথম ঘরে NIDFN লিখে স্পেস না দিয়ে ভোটার স্লিপ নাম্বার লিখুন
- দ্বিতীয় ঘরে, দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখুন
- ছবিতে প্রদর্শিত কোডটি ফাঁকা ঘরে লিখুন
- সাবমিট বাটনে ক্লিক করে ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে কিনা চেক করুন
এই পদ্ধতি অনুসরণ করার সময় সাবমিট বাটনে ক্লিক করলে যদি পপআপ আসে এবং অ্যাকাউন্ট নিবন্ধন করতে বলে, তাহলে বুঝতে হবে আপনার এনআইডি কার্ড অনলাইনে চলে এসেছে। এনআইডি একাউন্ট রেজিস্টার করার মাধ্যমে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
পুরাতন ভোটার আইডি কার্ড চেক
পুরাতন ভোটার আইডি কার্ডের তথ্য চেক করার জন্য নির্বাচন কমিশন অফিস যেতে হবে। এরপর, উক্ত এনআইডি কার্ডের নাম্বার, নাম, পিতা/মাতার নাম এবং ঠিকানা দিয়ে আইডি কার্ডের তথ্য যাচাই করতে পারবেন।
এই পদ্ধতিতে ১৩ ডিজিটের বা ১৭ ডিজিটের এনআইডি কার্ডের তথ্য যাচাই করতে পারবেন। পাশাপাশি, চাইলে নির্বাচন কমিশন অফিস থেকে উক্ত ভোটার আইডি কার্ডের সার্ভার কপিও সংগ্রহ করতে পারবেন।
তবে, আপনি পুরাতন ভোটার হলে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার মাধ্যমে আপনার স্মার্ট আইডি কার্ড তৈরি হয়েছে কিনা জেনে নিতে পারবেন।
এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক
SMS এর মাধ্যমে ভোটার আইডি কার্ড হয়েছে কিনা চেক করতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন nid<স্পেস>Form Number<স্পেস>dd-mm-yyyy এবং এসএমএসটি সেন্ড করুন 105 নাম্বারে। ফিরতি ম্যাসেজে এনআইডি কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হবে।

এই পদ্ধতিতে আপনার ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে কিনা জানতে পারবেন। ম্যাসেজটি যেভাবে লিখবেন তা উদাহরণস্বরূপ নিম্নে উল্লেখ করে দেয়া হয়েছে –
- nid 123456789 29-12-2001 এভাবে লিখে ম্যাসেজটি 105 নাম্বারে সেন্ড করুন
ফিরতি ম্যাসেজে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার জানতে পারবেন। এসএমএসটি সেন্ড করার জন্য আপনার সিমে ৩ টাকা সমপরিমাণ ব্যালেন্স থাকতে হবে।
এনআইডি কার্ডের নাম্বার জানতে পারলে, উক্ত নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
এনআইডি কার্ড চেক সংক্রান্ত বিভিন্ন প্রশ্নোত্তর
ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম কি?
NID Portal ভিজিট করে ভোটার স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ লিখতে হবে। এরপর, ক্যাপচা কোড পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলে আইডি কার্ড চেক করতে পারবেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড চেক করবো কিভাবে?
অনলাইনে NID Portal ভিজিট করে অথবা এসএমএস এর মাধ্যমে 105 নাম্বারে এসএমএস করে আপনার ভোটার আইডি কার্ড অনলাইনে এসেছে কিনা চেক করতে পারবেন। অথবা, নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করেও আইডি কার্ডের তথ্য যাচাই করতে পারবেন।