ভোটার স্লিপ দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না? ভোটার স্লিপে থাকা ফরম নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার পদ্ধতি জানতে পারবেন এই পোস্টে।
নতুন ভোটার নিবন্ধন করার সময় মোবাইল নাম্বার দেয়া হয়। ভোটার আইডি কার্ড তৈরি হলে উক্ত নাম্বারে এসএমএস করে এনআইডি কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হয়। কিন্তু, অনেকেই এসএমএস এর মাধ্যমে তাদের NID Card Number পায়না।
যারা এনআইডি কার্ডের নাম্বার পায়না, তারা ভোটার নিবন্ধন করার পর যে ভোটার স্লিপ দেয়া হয়েছে, উক্ত স্লিপে থাকা ফরম নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবে। বিস্তারিত পদ্ধতি জানতে শেষ অব্দি পড়ুন।
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড করতে NID Portal ভিজিট করুন। এরপর, NIDFN লিখে স্পেস না দিয়ে ফরম নাম্বার লিখুন। অতঃপর, দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখুন। ছবিতে দেখানো ক্যাপচা কোডটি লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।
বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা নির্বাচন, মোবাইল নাম্বার ভেরিফিকেশন, ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে এনআইডি একাউন্টে ইউজারনেম ও পাসওয়ার্ড সেট করলে আপনার একাউন্টে লগইন করতে পারবেন। অতঃপর, প্রোফাইল থেকে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
এই পদ্ধতি অনুসরণ করলে এনআইডি কার্ডের পিডিএফ ফাইল ডাউনলোড হবে। পিডিএফ ফাইলটি প্রিন্ট করে লেমিনেটিং করে ব্যবহার করতে পারবেন ইচ্ছেমতো। আরও বিস্তারিত পদ্ধতি ছবিসহ নিম্নে উল্লেখ করে দেয়া হয়েছে।
ধাপ ১ – ফরম পূরণ
এনআইডি একাউন্ট রেজিস্টার করতে ভিজিট করুন NID Portal এ। বা এই লিংকে ক্লিক করুন https://services.nidw.gov.bd/nid-pub/claim-account । এরপর, NIDFN লিখে কোনো স্পেস না দিয়ে ফরম নাম্বার লিখুন।
যেমন – NIDFN123456789 । অতঃপর, দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখুন। ছবিতে দেখানো কোডটি লিখুন। সাবমিট বাটনে ক্লিক করুন। পপআপ আসলে বহাল বাটনে ক্লিক করুন।

এই পদ্ধতিতে ভোটার আইডি কার্ড চেক করে যদি পপআপ না এসে ইরোর দেখায়, তাহলে বুঝতে হবে আপনার আইডি কার্ড এখনো তৈরি হয়নি।
ধাপ ২ – ঠিকানা নির্বাচন
বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা নির্বাচন করুন। ভোটার নিবন্ধনের সময় যে ঠিকানা দিয়েছিলেন, উক্ত ঠিকানা নির্বাচন করতে হবে। ভুল ঠিকানা সিলেক্ট করলে পরবর্তী ধাপে যেতে পারবেন না। তিনবারের বেশি ভুল ঠিকানা প্রদান করলে একাউন্ট লক হয়ে যাবে।

ধাপ ৩ – মোবাইল নাম্বার ভেরিফাই
ভোটার নিবন্ধনের সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন, উক্ত নাম্বারটি এখানে দেখতে পারবেন। বার্তা পাঠান বাটনে ক্লিক করুন। আপনার নাম্বারে একটি OTP Code আসবে। কোডটি ফাঁকা ঘরে লিখে পরবর্তী বাটনে ক্লিক করুন।

ধাপ ৪ – ফেস ভেরিফিকেশন
একটি QR Code দেখতে পারবেন। অন্য একটি মোবাইলে গুগল প্লে স্টোর ওপেন করে নিন। এরপর, NID Wallet লিখে সার্চ করে অ্যাপটি ইনস্টল করুন এবং অ্যাপটি ওপেন করুন। অ্যাপ ওপেন করে সকল পারমিশন দিবেন।

ক্যামেরা ওপেন হলে যে QR Code টি একটু আগে পেয়েছি, সেটি স্ক্যান করুন। স্ক্যান করলে উক্ত মোবাইলে দেখানো নির্দেশনা অনুযায়ী ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে নিন।
ধাপ ৫ – ইউজারনেম ও পাসওয়ার্ড সেট
ইউজারনেম ও পাসওয়ার্ড সেট করার অপশন এবং এড়িয়ে যাওয়ার অপশন পাবেন। এড়িয়ে গেলে আপনার এনআইডি প্রোফাইলে লগইন হবে। ইউজারনেম ও পাসওয়ার্ড সেট করলে অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে।

ইউনিক একটি ইউজারনেম এবং শক্তিশালী একটি পাসওয়ার্ড দুইবার লিখে সেট করুন। তাহলে এনআইডি প্রোফাইলে লগইন হবে।
ধাপ ৬ – আইডি কার্ড ডাউনলোড
অ্যাকাউন্টে লগইন হলে প্রোফাইল থেকে ডাউনলোড অপশন পাবেন। ক্লিক করলে ভোটার আইডি কার্ডের পিডিএফ ফাইল ডাউনলোড হবে। এটিই হচ্ছে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি।

এই অনলাইন কপিটি প্রিন্ট করে লেমিনেটিং করে নিন। তাহলে, এটি ব্যবহার করতে পারবেন আপনার যেকোনো কাজে।
এই পদ্ধতি ব্যবহার করে শুধুমাত্র নতুন ভোটাররা তাদের জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন। আপনি যদি পুরাতন ভোটার হয়ে থাকেন এবং নির্বাচন কমিশন থেকে ইতোমধ্যে একবার ভোটার আইডি কার্ড পেয়ে থাকেন, তাহলে আবারও ভোটার আইডি কার্ড পেতে ভোটার আইডি কার্ড রি-ইস্যু আবেদন করতে হবে। এজন্য, রি-ইস্যু ফি প্রযোজ্য হবে।
তবে, পুরাতন ভোটারদের জন্য স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হচ্ছে। আপনি স্মার্ট কার্ড না পেলে, স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে দেখুন আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা।
এনআইডি কার্ড ডাউনলোড সংক্রান্ত বিভিন্ন প্রশ্নোত্তর
ভোটার স্লিপ হারিয়ে গেলে করনীয় কি?
ভোটার স্লিপ হারিয়ে গেলে নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করুন। ভোটার স্লিপ নাম্বার অথবা এনআইডি নাম্বার সংগ্রহ করতে পারবেন সেখানে থেকে। অতঃপর, আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
ফরম নাম্বার ভুল দেখালে করণীয় কি?
ফরম নাম্বার ভুল দেখালে শুরুতে NIDFN লিখে স্পেস না দিয়ে ফরম নাম্বার লিখুন। তাহলে এই সমস্যা সমাধান হবে।
অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত। এই সমস্যার সমাধান কি?
এনআইডি সার্ভারে সমস্যা বা আপনার দেয়া তথ্যে ভুল থাকলে এই সমস্যা দেখাতে পারে। তথ্য চেক করে দেখুন সঠিক আছে কিনা। এরপরেও একই সমস্যা দেখালে অপেক্ষা করতে হবে। সার্ভার ঠিক হলে সমস্যাটিও সমাধান হয়ে যাবে।