অনেক আগে ভোটার হলেও এখনো স্মার্ট এনআইডি কার্ড হাতে পাননি? যারা ২০১৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভোটার হয়েছেন, তাদের মাঝে কেউই এখনো স্মার্ট কার্ড পায়নি।

আপনিও যদি ২০১৮ সালের পর ভোটার হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই স্মার্ট কার্ড পাননি। আপনার স্মার্ট আইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা বা কবে স্মার্ট কার্ড পাবেন এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই পোস্টে।

তো চলুন, স্মার্ট আইডি কার্ড কবে ও কিভাবে পাবেন বিস্তারিত জেনে নেয়া যাক।

স্মার্ট কার্ড কবে পাবেন

যারা ২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভোটার হয়েছেন, তাদেরকে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হওয়ার পর স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। কিন্তু, ২০১৮ সালের পর যারা ভোটার হয়েছেন, তারা এখনো স্মার্ট কার্ড পাননি।

কারণ, নির্বাচন কমিশন থেকে স্মার্ট আইডি কার্ড বিতরণ করা বর্তমানে বন্ধ আছে। তাই, যারা স্মার্ট কার্ড পাননি, তাদেরকে অপেক্ষা করতে হবে।

আবারও যখন নতুন করে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে, তখন আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন।

এই সময়ের মাঝে, আপনার Smart NID Card তৈরি হয়েছে কিনা জানার জন্য স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে দেখতে পারেন। যদি কার্ড তৈরি হয়ে থাকে, তাহলে বিতরণ কেন্দ্রের তথ্য দেখতে পারবেন। উক্ত বিতরণ কেন্দ্রে যোগাযোগ করে কার্ডটি সংগ্রহ করতে পারবেন।

স্মার্ট কার্ড কিভাবে পাবেন

স্মার্ট এনআইডি কার্ড পাওয়ার জন্য আপনার কার্ডটি তৈরি হয়েছে কিনা তা নিশ্চিত হবে। কার্ড স্ট্যাটাস যাচাই করে যদি দেখেন কার্ড তৈরি হয়েছে এবং স্ট্যাটাস Ready দেখাচ্ছে, তাহলে সেখানে দেয়া ঠিকানায় যোগাযোগ করতে হবে।

সাধারণত নির্বাচন কমিশন অফিসের ঠিকানা দেয়া থাকে। আপনার উপজেলা/জেলায় যে নির্বাচন কমিশন অফিস আছে, উক্ত অফিসের ঠিকানা দেয়া থাকবে। নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করে আপনার স্মার্ট ভোটার আইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন।

যারা ইতোমধ্যে স্মার্ট কার্ড সংগ্রহ করেছেন, তাদের ক্ষেত্রে স্ট্যাটাস চেক করার সময় Completed দেখাবে। এছাড়া, যাদের আইডি কার্ড এখনো তৈরি হয়নি, তাদের ক্ষেত্রে স্মার্ট আইডি কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি এমন স্ট্যাটাস দেখাবে।

তাই, আপনি যদি ২০১৮ সালের পর ভোটার হয়ে থাকেন, ভোটার আইডি কার্ড ডাউনলোড করার পদ্ধতি পোস্টটি পরে আইডি কার্ডের অনলাইন কপিটি সংগ্রহ করুন। এরপর, উক্ত কপিটি প্রিন্ট করে লেমিনেটিং করে নিন ব্যবহার করার জন্য।

যেহেতু স্মার্ট আইডি কার্ড কবে বিতরণ করা হবে বা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে কিনা তা জানা যায়নি, তাই অপেক্ষা করা ছাড়া উপায় নেই। বিতরণ কার্যক্রম শুরু হলে আপনার কার্ডটি সংগ্রহ করতে পারবেন।

দেশের মোট ৯ কোটির বেশি ভোটারের মাঝে মাত্র ১ কোটির বেশি ভোটারের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। তাই, শীঘ্রই বাকি ভোটারদের মাঝেও স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলে আশা করা যাচ্ছে।

সম্পর্কিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *