যারা দীর্ঘদিন বিদেশে থাকার কারণে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারেননি, তারা দেশে আসার পর ভোটার হওয়ার জন্য আবেদন করার সময় অঙ্গীকারনামা জমা দিতে হয়।

অনেকেই জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট এবং ভিসা করে দীর্ঘ সময় প্রবাসে ছিলেন। এখন ভোটার আবেদন করতে গেলে আবেদন ফরমের সাথে অঙ্গীকারনামা জমা দিতে হয়। অঙ্গীকারনামায় উল্লেখ থাকে যে সংশ্লিষ্ট ব্যক্তি পূর্বে ভোটার হননি।

এছাড়া, দ্বৈত ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, তাই তিনি দ্বৈত ভোটার হয়ে থাকলে তার বিরুদ্ধে নেয়া যেকোনো আইনগত ব্যবস্থা তিনি মেনে নিবেন। অঙ্গীকারনামা লেখার নিয়ম এবং অঙ্গীকারনামা ফরম PDF শেয়ার করা হয়েছে এই পোস্টে।

নতুন ভোটার হওয়ার অঙ্গীকারনামা

যারা ভোটার আবেদন করতে পারেননি, দীর্ঘদিন বিদেশে ছিলেন এখন ভোটার আবেদন করতে চাচ্ছেন, তাদেরকে ভোটার আবেদন ফরমের সাথে একটি অঙ্গীকারনামা জমা দিতে হবে।

এতদিন ভোটার নিবন্ধন না করার কারণ, আগে কখনো ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেননি বা তার কোনো আইডি কার্ড নেই এসব তথ্য বিস্তারিত উল্লেখ করতে হবে অঙ্গীকারনামায়।

ভোটার অঙ্গীকারনামা লিখার নিয়ম অনুসরণ করে একটি অঙ্গীকারনামা লিখতে পারবেন। নিম্নে অঙ্গীকারনামা লেখার একটি নমুনা উল্লেখ করে দেয়া হয়েছে।

অঙ্গীকারনামা

এই মর্মে অঙ্গীকার করছি যে, আমি রহিম শেখ, পিতা- করিম শেখ, মাতা- আমেনা বেগম, গ্রাম- শ্যামনগর, পোস্ট- রামপুর – ৪২১১, উপজেলা- ফরিদপুর, জেলা- মাদারীপুর, অত্র এলাকার একজন স্থায়ী বাসিন্দা।

কর্মসূত্রে দেশের বাইরে থাকার কারণে ভোটার নিবন্ধন কার্যক্রমের সময় এলাকায় উপস্থিত থাকতে পারিনি। সেজন্য বর্তমানে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছি। আমি আরও অঙ্গীকার করছি যে, এর আগে বাংলাদেশের অন্য কোথাও ভোটার হইনি। যেহেতু একাধিকবার ভোটার হওয়া বিধিসম্মত নয়, তাই ভবিষ্যতে দ্বৈত ভোটার হিসেবে প্রমাণিত হলে নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত যে কোনো আইনগত পদক্ষেপ আমি মেনে নিতে বাধ্য থাকব।

অতএব, আমাকে নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য আপনার কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি।

(স্বাক্ষর)
রহিম শেখ
পিতা- করিম শেখ,
গ্রাম- শ্যামনগর, পোস্ট- রামপুর – ৪২১১,
উপজেলা-ফরিদপুর, জেলা- মাদারীপুর।

উপরোক্ত নমুনা অনুসরণ করে একটি অঙ্গীকারনামা লিখে সেটি ভোটার নিবন্ধন ফরমের সাথে জমা দিতে হবে। এছাড়া, ভোটার নিবন্ধন অঙ্গীকারনামা ফরমের একটি PDF ফাইল নিম্নে সংযুক্ত করে দেয়া হয়েছে।

ভোটার অঙ্গীকারনামা ফরম PDF

নতুন ভোটার নিবন্ধন আবেদন করার জন্য অঙ্গীকারনামা নমুনা প্রয়োজন হলে নিচে সংযুক্ত পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন। এরপর, এটি প্রিন্ট করে আপনার তথ্য দিয়ে ফরমটি পূরণ করুন। তাহলে, নিবন্ধন ফরমের সাথে এটি ব্যবহার করতে পারবেন।

উপরে দেখানো নমুনা অনুযায়ী নিচে সংযুক্ত ফরমটি তৈরি করা হয়েছে। এখানে, নাম, পিতা-মাতার নাম এবং ঠিকানা লেখার জন্য ফাঁকা ঘর রাখা হয়েছে। তাই, সহজেই আপনার তথ্য যুক্ত করতে পারবেন।

অথবা, আপনি চাইলে উপরে দেয়া নমুনা অনুসরণ করে নিজে একটি অঙ্গীকারনামা লিখতে পারেন।

ভোটার অঙ্গীকারনামা লিখার নিয়ম

ভোটার অঙ্গীকারনামা লেখার জন্য শুরুতে অঙ্গীকারনামা লিখতে হবে। এরপর, “এই মর্মে অঙ্গীকার করছি যে, আমি” লিখে আপনার নাম, পিতা-মাতার নাম এবং ঠিকানা লিখে “অত্র এলাকার একজন বাসিন্দা” লিখবেন।

অতঃপর, আপনি কেন এতদিন ভোটার নিবন্ধন করতে পারেননি তা উল্লেখ করবেন। পাশাপাশি, পূর্বে কখনো ভোটার হননি বা আপনার কোনো ভোটার আইডি কার্ড নেই তা উল্লেখ করবেন। এছাড়াও, দ্বৈত ভোটার প্রমাণ পেলে যেকোনো শাস্তি মেনে নিবেন এটিও উল্লেখ করতে হবে।

অতঃপর, আপনার স্বাক্ষর, নাম, পিতা-মাতার নাম, ঠিকানা লিখবেন। তারপর, এটি অঙ্গীকারনামাটি ভোটার নিবন্ধন ফরমের সাথে জমা দিবেন। আরও সহজেই লেখার জন্য উপরে উল্লিখিত নমুনা অনুসরণ করতে পারেন।

সম্পর্কিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *